চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতার ওপর হামলা: ১০ আসামির আত্মসমর্পণ
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোয়েব রিগ্যানকে (২৪) এলোপাতাড়ি কুপিয়ে জখম করার অপরাধে দায়েরকৃত মামলার ১০ আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।
বুধবার (২১ আগস্ট) চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত হয়ে আসামিরা আদালতে জামিন আবেদন করলে বিচারক মিজানুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
আসামিরা হলেন- ছাত্রলীগের সাবেক দফতর সম্পাদক শেখ সামী তাপু, ছাত্রলীগ কর্মী পাপন হাসান সবুজ, আফ্রিদি, আসিফ খান প্লাবন, আরফাত প্লাবন, মাফিজুর রহমান মাফি, তাওরাত, ইমন, মিশন ও হৃদয়। এদের মধ্যে তাপু, তাওরাত, আরফাত ও প্লাবনর বাড়ি শহরের বাগান পাড়ায় এবং বাকিদের বাড়ি শহরের জ্বিনতলা মল্লিক পাড়ায়।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাত ১১টায় শহরের রাহেলা খাতুন গার্লস স্কুল সংলগ্ন সড়কে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য সোয়েব রিগ্যানকে অভিযুক্ত আসামিরা কুপিয়ে গুরুতরভাবে জখম করে।