চুয়াডাঙ্গায় ডায়রিয়ায় ৪৮ ঘণ্টায় ৮২ রোগী ভর্তি

  • Fatima Tuj Johara
  • |
  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গায় হঠাৎ গরম বেড়ে যাওয়ায় ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। গত ৪৮ ঘণ্টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়ার ৮২ জন রোগী ভর্তি হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সদর হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় সাধারণ রোগীদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা।

বিজ্ঞাপন

এদিকে হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ড ছাড়াও আক্রান্ত রোগীদের হাসপাতালের বারান্দাসহ সিঁড়ির নিচে বিছানা করে চিকিৎসা নিতে দেখা গেছে। এরই মাঝে হাসপাতালে দেখা দিয়েছে কলেরা স্যালাইন সংকট।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগীদের খাওয়ার স্যালাইনের সংকট নেই তবে কলেরা স্যালাইনের সংকট আছে।

বিজ্ঞাপন

সূত্র আরও জানায়, ডায়রিয়ায় শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশী। শুক্রবার (২৩ আগস্ট) ৫২ জন রোগী ও আজ শনিবার বিকেল পর্যন্ত ৩০ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শামীম কবীর জানান, ভ্যাপসা গরমে ডায়রিয়ার জীবাণু ছড়িয়ে পড়ায় এ রোগের  প্রকোপ বেড়েছে।