শাহজাদপুর থানার এএসআই ক্লোজড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুলকে (৩০) ক্লোজ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জের পুলিশ সুপার টুটুল চক্রবর্তীতাকে থানা থেকে ক্লোজ করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে যুক্ত করেন।

বিজ্ঞাপন

এদিকে, জহুরুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও বাবু নামে তিন মাছ ব্যবসায়ী জানান, সোমবার সকাল ১০টার দিকে শাহজাদপুর থানার কনস্টেবল বাছেদ ও এএসআই আশরাফুল দ্বাবারিয়াপুর বাজারে মাছ কিনতে যান। এ সময় মাছ ব্যবসায়ী রাজিবের (২৬) কাছ থেকে তারা এক কেজি ছোট মাছ কিনে দুই ভাগ করে দেন। তাদের দু’জনকে ভাগ করে দেওয়ার সময় একজনকে ৬০ গ্রাম কম ও আরেকজনকে বেশি দেওয়ায় রাজিবের বুকে লাথি মারেন এবং মারপিট করেন এএসআই আশরাফুল। এতে ক্ষুব্ধ হয়ে মাছ ব্যবসায়ীরা তাদের গণপিটুনি দিয়ে আটকে রাখেন। পরে খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় মাছ ব্যবসায়ী রাজিব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

প্রাথমিক তদন্তে এ অভিযোগের সত্যতা পাওয়ায় ওই পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে বলে ধারণা করছেন অনেকে। তবে পুলিশের পক্ষ থেকে তাকে ক্লোজ করার কারণ জানানো হয়নি।

বিজ্ঞাপন