কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

পানিতে ডুবে নিহত শিশু সামির হোসেন, ছবি: সংগৃহীত

পানিতে ডুবে নিহত শিশু সামির হোসেন, ছবি: সংগৃহীত

কুমিল্লার বরুড়ায় পুকুরের পানিতে ডুবে মো. সামির হোসেন (১৭ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সামির উপজেলার চিতড্ডা ইউনিয়নের চিতড্ডা গ্রামের সৌদি প্রবাসী মো. জাকির হোসেনের ছেলে।

বুধবার (২৮ আগস্ট) এ দুর্ঘটনা ঘটেছে বলে নিহত সামিরের নানা ওমর ফারুক বার্তাটোয়েন্টিফোর.কম-কে নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সকাল ৮টার দিকে পরিবারের সকলের অজান্তে খেলার কথা বলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সামির। দীর্ঘ সময় ধরে তাকে না দেখে স্বজনরা বিভিন্ন দিকে খোঁজাখুঁজি করতে থাকেন।

এক পর্যায়ে বেলা ১২টার দিকে সে পুকুরের পানিতে ভেসে উঠে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিজ্ঞাপন