বঙ্গবন্ধু সেতুপূর্ব রক্ষা বাঁধে ভাঙন

  • ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

দুপুরে ভাঙন শুরু হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দুপুরে ভাঙন শুরু হয়, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দে‌শের অন্যতম বৃহৎ বঙ্গবন্ধু সেতুপূর্ব মূল গাইড রক্ষা বাঁধে ভাঙন শুরু হ‌য়ে‌ছে। ভাঙনে ১০০ মিটার এলাকা ধসে পড়েছে। সেতু থেকে প্রায় ৪০০ মিটার দক্ষিণ-পূর্ব পাশে এ ভাঙন শুরু হয়।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুর থেকে শুরু হওয়া ভাঙনে হুমকির মুখে পড়েছে বঙ্গবন্ধু সেতু, সেনা‌নিবাসসহ বেশ ক‌য়েক‌টি গ্রাম।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/29/1567085312626.jpg

এদিকে যমুনা নদী‌তে পানি কম‌তে শুরু করায় বাঁধে ভাঙন শুরু হ‌য়ে‌ছে বলে জানান স্থানীয়রা।   

বিজ্ঞাপন

ইতোমধ্যে সেতুর গাইড বাঁধ ১০০ মিটার এলাকা ধসে পড়ায় ৪২ মিটার গভীরতার সৃষ্টি হয়েছে ব‌লে সেতু কর্তৃপক্ষ জানায়। ত‌বে ভাঙন ঠেকাতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেননি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Aug/29/1567085325695.jpg

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে তীব্র ভাঙ্গন দেখা দেয়। এতে হুমকির মুখে পড়েছে বঙ্গবন্ধু সেতুসহ আশ পাশের বেলটিয়া, গড়িলা বাড়ি, আলীপুর, সিংগুলীসহ প্রায় ১০টি গ্রাম।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, ভাঙন ঠেকাতে সাইট অফিসে যারা কর্মরত আছেন তাদের নির্দেশ দেয়া হয়েছে।