হিলি সীমান্তে মাদকসহ নারী আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, দিনাজপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মাদকসহ আটককৃত নারী, ছবি: সংগৃহীত

মাদকসহ আটককৃত নারী, ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি সীমান্তে ফেনসিডিল ও গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে তাকে আটক করা হয়। আটককৃত নারী হিলি-হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর (স্টেশন পাড়ার) মৃত মামুনুর রশিদের স্ত্রী রিতা (২২)।

বিজ্ঞাপন

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) রেজাউল করিম রেজা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিব হোসেন, এসআই শফিকুল ইসলাম ও এএসআই মিন্টু স্টেশন পাড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রিতার বাড়ি তল্লাশি করে ২৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল, ২৫০ গ্রাম গাঁজা, তামাক ও ১০০ টি খালি ফেনসডিলের বোতল পাওয়া যায়।
তিনি আরও জানান, আটককৃত নারী মাদক ব্যবসায়ী রিতাকে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে শুক্রবার (৩০ আগস্ট) সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।