সাভারে বিপুল সংখ্যক বন্য পাখি উদ্ধার

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা (সাভার)
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্ধার হওয়া বন্য পাখি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

উদ্ধার হওয়া বন্য পাখি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৬৫১টি বন্য পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট (ডব্লিউসিসিইউ)।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার ইটখোলা, জিরাবো এবং রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক বলেন, ‘বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান চালিয়ে সাভারের আশুলিয়া ও ঢাকার কামরাঙ্গীরচর থেকে ২১০টি মুনিয়া, ৪২০টি তোতা এবং ২১টি ঘুঘু পাখি উদ্ধার করা হয়। পরে মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানে পাখিগুলো অবমুক্ত করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।'