কোম্পানীগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

শিরিন সুলতানার লাশ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

শিরিন সুলতানার লাশ। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে শিরিন সুলতানা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী শাহপরান ও শ্বশুর হুমায়ন কবির কাউছারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউছার মঞ্জিল থেকে লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত শিরিন সুলতানা বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের শাহপরানের স্ত্রী এবং সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বিষ্ণুপুর গ্রামের ইমাম উদ্দিনের মেয়ে। নিহত শিরিন সুলতানার ৬ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের মা দেল আফরোজ জানান, ২০১৩ সালের ৭ জানুয়ারি শাহপরানের সঙ্গে শিরিন সুলতানার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে বিদেশ যাওয়ার টাকার জন্য প্রায়ই তাকে নির্যাতন করত স্বামী শাহপরান ও শ্বশুরবাড়ির লোকজন। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে সালিশ বৈঠক হয়। এরপরও নির্যাতন থেমে ছিল না। কিছুদিন আগে শিরিন সুলতানাকে না জানিয়ে গোপনে আরেকটি বিয়ে করে শাহপরান। এসব ঘটনার জের ধরে শিরিন সুলতানাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হলে তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

বিজ্ঞাপন