৩৩৩ কল সেন্টারে মিলবে চাঁপাইনবাবগঞ্জ প্রশাসনের সব সেবা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

প্রেস কনফারেন্সে কথা বলছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

প্রেস কনফারেন্সে কথা বলছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

৩৩৩ কল সেন্টারের বিষয়ে সাধারণ মানুষকে জানাতে প্রচারণা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

বিজ্ঞাপন

এ সময় তিনি জানান, ৩৩৩ কল সেন্টারের মাধ্যমে জনসাধারণ প্রশাসনের সকল সেবা নিয়ে সংযুক্ত হতে পারবেন। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রের সকল সেবা নিশ্চিত করণের লক্ষ্যে সরকার ৩৩৩ সহ আরও ১৩টি বিভিন্ন সহায়তা বিষয়ক কল সেন্টার চালু করেছে। এসব কলসেন্টার থেকে বিভিন্ন সেবা, তথ্য ও অভিযোগ জানাতে পারবে যে কেউ। এমনকি তথ্য বা অভিযোগ প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এছাড়াও তাৎক্ষণিকভাবে অভিযোগের বিষয়ে নির্ধারিত দপ্তরের মাধ্যমে এর সেবা নিশ্চিত করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম তাজকির-উজ-জামান জানান, তথ্য ও প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রামের আওতায় পরিচালিত ৩৩৩ কল সেন্টারে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ৩৫টি কল করা হয়েছে। প্রচারণা বৃদ্ধি পেলে এই সংখ্যা বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার বিভাগ চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন, এনডিসি খাদিজা বেগমসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।