কামারখন্দে ইউএনও’র হস্তক্ষেপে তিন বাল্যবিয়ে বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জে
  • |
  • Font increase
  • Font Decrease

গুগল ম্যাপে সিরাজগঞ্জ

গুগল ম্যাপে সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দে একদিনে একই গ্রামের তিনটি বাল্যবিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।

বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া কিশোরীরা হলো, উপজেলার কোনাবাড়ী গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও কোনাবাড়ী ইসহাক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়ুয়া মারিয়া খাতুন (১৪), একই গ্রামের তাহেরীর মেয়ে মীম খাতুন (১৪) এবং আব্দুল হালিমের মেয়ে আকলিমা খাতুন (১৫)। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিয়ে বন্ধ করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম জানান, কোনাবাড়ী গ্রামে বাল্যবিয়ে হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিনটি বাল্যবিয়ে বন্ধ করা হয়। ১৮ বছরের তাদের বিয়ে না দিতে নাবালিকা ওই তিন কিশোরীর অবিভাবকদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।