চুয়াডাঙ্গায় ৩০ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক
চুয়াডাঙ্গায় হুন্ডির ৩০ লাখ ৫০ হাজার টাকাসহ আব্দুর রাজ্জাক নামের (৪০) এক ব্যক্তিকে আটক করেছে চুয়াডাঙ্গা বর্ডার গার্ড বাংলাদেশের-৬ (বিজিবি) সদস্যরা।
রোববার (১৫ সেপ্টেম্বর) জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুর রাজ্জাক কুতুবপুর গ্রামের মৃত জামাত আলীর ছেলে।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে আটক করা হয়। আটকের পর তাকে তল্লাশি করে নগদ ৩০ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক সাজ্জাদ সরোয়ার বার্তাটোয়েন্টিফোর.কমকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে চুয়াডাঙ্গা দামুড়হুদা মডেল থানায় মামলার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।