বাঘাইছড়িতে সংস্কারপন্থী জেএসএসের ২ কর্মীকে গুলি করে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নবছড়া এলাকায় প্রতিপক্ষের গুলিতে সংস্কারপন্থী জেএসএস এমএন লারমা গ্রুপের দুই কর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন-রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)। তারা নবছড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে ঘর থেকে ধরে বাড়ির পাশে নিয়ে তাদের গুলি করে হত্যা করা হয়েছে বলে সংস্কারপন্থী জেএসএসের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

দলটির দাবি, পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের কর্মীরাই এ হত্যাকান্ড ঘটিয়েছেন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ দল ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থল অত্যন্ত দূর্গম এলাকায় হওয়ায় মরদেহ উদ্ধারে বিলম্ব হয়েছে।

বিজ্ঞাপন