বেনাপোল বন্দরে ওয়ান ব্যাংকের বুথ উদ্বোধন
দেশের বৃহত্তম স্থল বন্দর বেনাপোলের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে ওয়ান ব্যাংকের নতুন বুথের উদ্বোধন করা হয়েছে। বর্ডারে পাসপোর্টধারী যাত্রীদের লেনদেনের সুবিধার্থে এই উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।
বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর) বুথটির উদ্বোধন করা হয়।
ওয়ান ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এর মাধ্যমে বেনাপোল বন্দরে সবচেয়ে বেশি সুবিধা পাবে এপথে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীরা। এছাড়া এর ব্যাংকিং শাখায় ভারতে যাতায়াতের সময় পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ও ডলার ক্রয় বিক্রয়সহ সকল সুবিধা থাকছে। এবং ব্যবসায়ীদের জন্য শুধুমাত্র এলসি ছাড়া থাকছে অন্য সব ধরনের সেবা।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ান ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এম ফকরুল আলম,এ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর রোজিনা আলিয়া আহম্মেদ, খুলনা জোনের ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ আব্দুল মান্নান,বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (প্রশাসন) আব্দুল জলিল ও উপপরিচালক (ট্রাফিক) মামুনুর রশিদ প্রমুখ।