লক্ষ্মীপেঁচার আহত ছানা উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপেঁচার আহত ছানাকে চিকিৎসার জন্য বাসায় নিয়ে যান খোরশেদ আলম, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপেঁচার আহত ছানাকে চিকিৎসার জন্য বাসায় নিয়ে যান খোরশেদ আলম, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জের রায়গঞ্জে লক্ষ্মীপেঁচার একটি আহত ছানা উদ্ধার করেছে সেচ্ছাসেবী পরিবেশবাদী সংগঠন মুক্তজীবন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে সংগঠনের সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম ছানাটিকে বাড়িতে নিয়ে আসেন। তিনি জানান, বর্তমানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে। পাখিটি ক্রমশ সুস্থ হয়ে উঠছে।

বিজ্ঞাপন

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে লক্ষ্মীপেঁচার ছানাটি মুক্তজীবন সংগঠনের সভাপতি দীপক কুমার করের উপজেলার চান্দাইকোনাস্থ বাড়ির উঠানে এসে পড়ে। এ সময় পেঁচার ডান পাখার কব্জিতে রক্তাক্ত ও ক্ষতচিহ্ন ছিল। পরে বাড়ির উঠান থেকে ছানাটিকে উদ্ধার করে রাতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডাশেনের সাবেক সভাপতি পাখি গবেষক অধ্যাপক এস এম ইকবাল ছানাটির চিকিৎসা পরিচর্যার বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখছেন।

বিজ্ঞাপন