বাজার স্বাভাবিক রাখতে বেশি করে পেঁয়াজ আমদানির আহ্বান
দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে বন্দরের ব্যবসায়ীদের বেশি করে পেঁয়াজ আমদানি করার আহ্বান জানিয়েছেন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীর।
শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হিলি স্থলবন্দরে টিসিবির ঠিকাদার খান ট্রেডার্স ও সততা বাণিজ্যলয় মালিকদের সঙ্গে মতবিনিময় করেন হাসান জাহাঙ্গীর। এ সময় এই আহ্বান জানান তিনি। পরে হিলি স্থলবন্দর ঘুরে দেখেন।
ওই সময় পেঁয়াজ মজুদ করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে কেউ যেন দাম বাড়াতে না পারে সে দিকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি।
এ সময় টিসিবির যুগ্ম সচিব মইনুদ্দিন আহম্মেদসহ উপ-ঊর্ধ্বতন কর্মকর্তা সুজাউদ্দৌলা সরকার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ভারত সরকার পেঁয়াজের রফতানি মূল্য বাড়িয়ে দেয়ায় এর প্রভাব পড়ে দেশীয় খোলা বাজারে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকার বিক্রি হচ্ছে।