রাজবাড়ীতে বাসের চাপায় মাহেন্দ্র চালক নিহত
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় কুষ্টিয়াগামী হানিফ পরিবহনের একটি বাস চাপায় মাহেন্দ্র’র চালক আব্দুস সামাদ শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আব্দুস সামাদ রাজবাড়ী সদরের শহীদ ও হাবপুর ইউনিয়নের গৌড়িপুর গ্রামের মৃত আজিজুল শেখের ছেলে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া তেলের পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ঢাকা থেকে কুষ্টিয়ার কুমারখালীগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১০৯৫৯) রাজবাড়ী থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী একটি মাহেন্দ্রকে দৌলতদিয়া তেলের পাম্প এলাকায় চাপা দেয়।
এ সময় মাহেন্দ্রর চালক ঘটনাস্থলেই নিহত হন এবং ৫ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন আহলাদিপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ। তবে এ ঘটনায় বাসের চালক ও হেলপার কাউকে আটক করা যায়নি বলে নিশ্চিত করেন তিনি।