তীব্র গরমের পর নাটোরে স্বস্তির বৃষ্টি

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

তীব্র গরমের পর নাটোরে স্বস্তির বৃষ্টি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

তীব্র গরমের পর নাটোরে স্বস্তির বৃষ্টি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কয়েক সপ্তাহের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে নাটোরে। চলনবিল অধ্যুষিত সিংড়া, গুরুদাসপুর ও লালপুরে কয়েক মাস যাবত খরায় পুড়তে থাকা আমন ধানের জন্য ‌‘আশীর্বাদ’ এই বৃষ্টি।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে মেঘ ঘনিয়ে এলেও সাড়ে ১০টা নাগাদ তুমুল বৃষ্টি শুরু হয়। তবে টানা ২০ মিনিটের বৃষ্টিতে শহরের বিভিন্ন নীচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের বসন্তপুর গ্রামের ধানচাষী প্রশান্ত সরকার জানান, প্রায় তিন সপ্তাহ আগে এলাকার জমি সেচের একমাত্র বৈদ্যুতিক নলকূপটির ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচকাজ বন্ধ হয়ে যায়। আজ সকালের বৃষ্টি জমিতে সেচের অভাব কিছুটা দূর করেব।

এই মন্তব্যের সাথে একাত্মতা প্রকাশ করেছেন নলডাঙ্গার ধানচাষী রানা আহম্মেদ, লালপুরের আবেদ আলী ও গুরুদাসপুরের গোলাম মোস্তফা।

বিজ্ঞাপন

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকার বার্তাটোয়েন্টিফোর.কম কে জানান, নাটোরের কয়েকটি উপজেলা দীর্ঘ সময় বৃষ্টিহীন ছিল। এতে আমন ধানের আবাদ ব্যাহত হচ্ছিল। আজ সকালের বৃষ্টিপাত পরিমিত ছিল যা ধান আবাদে সহায়ক। তবে অতিরিক্ত বৃষ্টিপাত ধান নষ্ট করে।