কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে স্পিডবোটের সংঘর্ষে আহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীর চায়না চ্যানেলে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ৩ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের উদ্ধার করে শিমুলিয়ায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। স্পিডবোট দুটিতে মোট ৪২ জন যাত্রী ছিল।

বিজ্ঞাপন

কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা গেছে, সকালে শিমুলিয়া থেকে চালক কাওসারের একটি স্পিডবোট কাঁঠালবাড়ির উদ্দেশে রওনা দেয়। অপরদিকে কাঁঠালবাড়ির আনোয়ার নামে আরেক চালকের একটি স্পিডবোট যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশে রওনা দেয়। স্পিডবোট দুটি চায়না চ্যানেলে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় একটি স্পিডবোট নদীতে তলিয়ে যায়। অপরটি স্রোতে ভেসে যায়। উভয় বোটের যাত্রীরা পানিতে পড়ে গেলে আশপাশের ট্রলার ও স্পিডবোট এসে তাদের উদ্ধার করে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

বিজ্ঞাপন

কাঁঠালবাড়ি ঘাটের ট্রাফিক ইনচার্জ আক্তার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।