নকল এনআইডি তৈরির দায়ে যুবকের কারাদণ্ড

  • ডিষ্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

জি এস এম মুর্শেদ সুমনকে আটক করে পুলিশ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

জি এস এম মুর্শেদ সুমনকে আটক করে পুলিশ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পরিচয়পত্রের নকল স্মার্টকার্ডসহ বিভিন্ন গোয়েন্দাসংস্থা ও সরকারি বাহিনীর নকল পরিচয়পত্র তৈরির দায়ের জি এস এম মুর্শেদ সুমন নামে এক যুবককে দুই মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন এ রায় দেন।

বিজ্ঞাপন

মুর্শেদ সুমন শহরের নিমতলা মোড়ের ডিজিটাল গ্রাফিক্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও পৌর এলাকার আজাইপুরের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুর্শেদ সুমনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাতীয় পরিচয়পত্রের স্মার্টকার্ড, পুলিশ-র‌্যাব-এনএসআইসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নকল পরিচয়পত্র পাওয়া যায়। পরে তাকে দুই মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। রাতেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন