কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে এ নৌরুটে গত শনিবার মধ্যরাত থেকে বন্ধ ছিল ফেরি চলাচল। রোববার সকাল দশটা থেকে সীমিত আকারে মাত্র ৩ টি ফেরি চলাচল করে এই নৌরুটে।
স্বাভাবিক সময়ে এই নৌরুটে রোরো, ডাম্ব, মধ্যমসহ ১৮টি ফেরি চলাচল করে থাকে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানা যায়, পদ্মা নদীর লৌহজং চ্যানেলমুখে নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল কয়েকদিন ধরে ব্যাহত হচ্ছিল। তবে সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোর থেকেই চ্যানেলটি স্বাভাবিক মনে হলে সব ফেরি চলাচল শুরু করে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, সোমবার ভোর থেকে স্বাভাবিক হয়েছে ফেরি চলাচল। তাই ঘাটে কোনো যানজট নেই।