বেনাপোল ইমিগ্রেশনে হত্যা মামলার আসামি গ্রেফতার

  • আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর

ছবি: বার্তাটোয়েন্টিফোর

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ওলিউল্লাহ (৩৩) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি নাটোরের বড়াই গ্রামের কাশেম মোল্লার ছেলে।

বিজ্ঞাপন

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাসিন খান পাঠান বার্তাটোয়েন্টিফোরকে জানান, ভারতে যাওয়ার জন্য ওলিউল্লাহ বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন। এ সময় তথ্য যাচাই করে দেখা যায় তিনি একাধিক মামলার কালো তালিকার আসামি। পরে তাকে গ্রেফতার করে পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামি পোর্ট থানার হেফাজতে আছে। সংশিষ্ট থানায় তাকে পাঠানো হবে। তার নামে নাটোরের বড়াই থানায় হত্যা মামলা রয়েছে।

বিজ্ঞাপন