স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪
নোয়াখালীর সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এসময় হামলাকারীরা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসসহ তিনটি দোকান ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে জয়াগ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, গতকাল জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলকে নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে সোমবার স্কুল কমিটির সদ্য নির্বাচিত সদস্য ও জয়াগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম ও মহিন উদ্দিন বিকম এর ওপর সাখাওয়াত, কুদ্দুস, শান্ত ও বাদল এর নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১৫ থেকে ২০ জন যুবক হামলা চালায়।
এই ঘটনায় নির্বাচিত সদস্য শফিকুল ইসলাম, মহি উদ্দিন, রিয়াজ, মিজানসহ ৪ জন আহত হয়। বর্তমানে তাঁরা চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
হামলার শিকার ইউপি সদস্য শফিকুল জানান, হামলার সময় তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও অফিস ভাঙচুর করা হয়েছে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে।