স্কুল কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

সোনাইমুড়ীতে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ।

সোনাইমুড়ীতে স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ।

নোয়াখালীর সোনাইমুড়ী জয়াগ ইউনিয়নের জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। এসময় হামলাকারীরা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসসহ তিনটি দোকান ভাঙচুর এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে জয়াগ বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, গতকাল জয়াগ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফলকে নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জের ধরে সোমবার স্কুল কমিটির সদ্য নির্বাচিত সদস্য ও জয়াগ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম ও মহিন উদ্দিন বিকম এর ওপর সাখাওয়াত, কুদ্দুস, শান্ত ও বাদল এর নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১৫ থেকে ২০ জন যুবক হামলা চালায়।

বিজ্ঞাপন

এই ঘটনায় নির্বাচিত সদস্য শফিকুল ইসলাম, মহি উদ্দিন, রিয়াজ, মিজানসহ ৪ জন আহত হয়। বর্তমানে তাঁরা চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

হামলার শিকার ইউপি সদস্য শফিকুল জানান, হামলার সময় তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও অফিস ভাঙচুর করা হয়েছে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সামাদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উভয়পক্ষের ৪ জন আহত হয়েছে।