ঢাকা-না.গঞ্জ রুটে বন্ধ বিআরটিসি বাস সার্ভিস

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সকাল থেকেই বন্ধ রয়েছে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের চলাচলরত সরকারি পরিবহন বিআরটিসি বাস সার্ভিস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা। যার কারণে গন্তব্যে পৌঁছাতে বেছে নিতে হচ্ছে বিকল্প পরিবহন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে মন্ডলপাড়া, ২নং রেল গেইট, চাষাঢ়াসহ বিআরটিসির সব গুলো কাউন্টার বন্ধ রয়েছে। খানপুরের বিআরটিসি ডিপোতে খোঁজ নিয়ে জানা যায়, ডিপোর শ্রমিকরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করায় গাড়ি বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ডিপোর ম্যানেজার প্রকৌশলী জেড এ কামরুজ্জামানের বিরুদ্ধে ট্রাফিক ইনচার্জ ফরহাদকে মারধর ও দুর্নীতির অভিযোগ করেছে শ্রমিকরা। তাই কামরুজ্জামানের বিরুদ্ধে ৪২ জনের লিখিত স্বাক্ষরসহ একটি আবেদন ইমেজের মাধ্যমে বিআরটিসির চেয়ারম্যানকে পাঠিয়েছে তারা। এঘটনায় বিআরটিসির চেয়ারম্যান দ্রুত ব্যবস্থা নিবেন বলে শ্রমিকদের আশ্বাস দিয়েছেন।

এসময় কামরুজ্জামানের সাথে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করলে তা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রায় ২ বছর পর চলতি বছরের ২২ মে থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে নতুন ভাবে চালু হয় বিআরটিসি বাস সার্ভিস।