ফুলবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, দিনাজপুর
  • |
  • Font increase
  • Font Decrease

পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দিনাজপুরের ফুলবাড়ীতে নতুন পানির জলাবদ্ধতায় ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার শিবনগর ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী জলাবদ্ধতায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ইউনিয়নের শিবনগর গ্রামের মো. রায়হানের সাড়ে ৩ বছরের ছেলে রাফিন ও একই গ্রামের মো. শিপনের সাড়ে ৪ বছরের ছেলে প্লাবন।

বিজ্ঞাপন

নিহত প্লাবনের মামাতো ভাই শাহরিয়ার কাদির সৌরভ জানান, প্রায় সময় এ দুই শিশু বাড়ির পাশ্ববর্তী একটি স্কুলের পেছনে খেলাধুলা করতো। গ্রামের যে স্থানে দিয়ে বর্ষার পানি নেমে যায়, হঠাৎ সেই স্থানে স্কুলের নতুন বিল্ডিং নির্মাণের কারণে বর্ষার পানি নামতে না পারায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাড়ির প্রতিবেশীরা ডোবায় শিশু দুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার গুপ্ত তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মবর্তা (ওসি) ফখরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।