শিবগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা

  • ডিষ্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা, ছবি: সংগৃহীত

গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা, ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের পিরগাছী শশ্মানঘাটে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শশ্মানঘাট হতে ধাইনগর ফেরিঘাট পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন গোয়াবাড়ি চাঁদপুর মেরাজুল মাঝির দল, দ্বিতীয় হয় পলশা বিফল মাঝির দল ও তৃতীয় হয়েছে চককীর্তির লোকমান মাঝির দল।

পরে শশ্মানঘাট প্রাঙ্গণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবদুল কাদের মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌরসভার মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম কিবরিয়া, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, দাইপুখুরিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আজমুল হক বাদশা, সাধারণ সম্পাদক আবু জাফর লালান, মোবারকপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ছত্রাজিতপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মসিদুল হকসহ অন্যরা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন