নাটোরে পরীক্ষা দিতে এসে র্যালি করল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা
নাটোরের বাগাতিপাড়ায় পঞ্চম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের দিয়ে মিনা দিবসের র্যালি করানোর অভিযোগ পাওয়া গেছে। এতে সময়মত পরীক্ষা শুরু হয়নি পেড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
জানা গেছে, উপজেলা পরিষদ সংলগ্ন হওয়ায় দিবসটি পালনে ওই প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়। পরীক্ষার আধা ঘণ্টা পূর্বে র্যালিতে অংশ নেওয়ায় পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
জানা যায়, ২২ সেপ্টেম্বর থেকে উপজেলায় একযোগে পঞ্চম শ্রেণির মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়। এতে পৌর এলাকার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬১জন শিক্ষার্থী পেড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অংশ নিচ্ছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে সকাল ১০টার আগে কেন্দ্রে উপস্থিত হয় শিক্ষার্থীরা। এমন সময় প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিনুল হক তাদের পরীক্ষার কক্ষ থেকে বের করে উপজেলা চত্বরে মিনা দিবসের র্যালিতে অংশ নিতে নির্দেশ দেয়। র্যালিতে অংশ নিতে উপজেলা চত্বরে সাড়ে দশটা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে পরীক্ষার্থীরা। পরে র্যালি শেষে নাস্তা খেয়ে প্রায় বিশ মিনিট দেরিতে পরীক্ষায় অংশ নেয় তারা।
এতে পরীক্ষার্থীদের অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোমলমতি শিশুরা পরীক্ষায় অংশ নিতে মানসিক প্রস্তুতি নিয়ে এসেছিল, কিন্তু আধাঘণ্টা আটকে রেখে তাদের দিয়ে র্যালির করানোয় তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হল।’
এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিনুল হক বলেন, 'উপজেলা শিক্ষা কর্মকর্তার নির্দেশে বাচ্চাদের র্যালিতে অংশ নিতে বলা হয়েছে।'
এটা তো ফাইনাল পরীক্ষা না তাই শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না এমন কথা উল্লেখ করে উপজেলা শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মজনু মিয়া বলেন, 'বিদ্যালয়টি কাছে হওয়ায় শিক্ষার্থীদের র্যালিতে অংশগ্রহণ করানো হয়েছে। তবে নির্ধারিত সময়ে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে বলে দাবি করেন তিনি।'
এ সম্পর্কে বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গোকুল বলেন, 'র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে জানার পর দ্রুত র্যালি শেষ করার নির্দেশ দিয়েছি।'
এ ব্যাপারে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতে অতিরিক্ত দায়িত্বে থাকা দ্যুতি জানান, 'বিষয়টি তিনি জানেন না। তবে খোঁজ নিয়ে দেখা হবে।'