নোয়াখালীতে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

নোয়াখালী জেলার মানচিত্র, ছবি: সংগৃহীত

নোয়াখালী জেলার মানচিত্র, ছবি: সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় এক কলেজ ছাত্রীকে (২১) অপহরণে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে নাওতলা মহল্লার মমিন কমিশনারের বাড়ির সামনে এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হাসপাতালে চিকিৎসাধীন সোনাইমুড়ী ডিগ্রি কলেজের স্নাতক ১ম বর্ষের ওই শিক্ষার্থী জানান, তিনি মঙ্গলবার দুপুর ২টার দিকে রিকশা যোগে সোনাইমুড়ী বাজার থেকে তার বাড়ি নাওতলায় যাচ্ছিলেন। রিকশাটি পৌরসভার কাউন্সিলর মোমিন কমিশনারের বাড়ির সামনে পৌঁছালে হেলমেট পরিহিত ৩ যুবক একটি মোটরসাইকেলে করে পেছন থেকে রিকশা থামানোর জন্য চালককে নির্দেশ দেয়। কিন্তু রিকশা চালক রিকশা না থামিয়ে সামনে এগিয়ে যাচ্ছিলেন।

এ সময় পেছন থেকে ধাওয়া করে ওই তিন যুবক রিকশার গতি রোধ করে চালককে মারধর শুরু করে। এ সময় সন্ত্রাসীরা কলেজ ছাত্রীকে জোরপূর্বক রিকশা থেকে নামিয়ে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রীটি চিৎকার দিলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিজ্ঞাপন

সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফেরদৌসি আক্তার জানান, আহত কলেজ ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার দুই হাতে, পিঠে ও বুকে এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ জানান, বিষয়টি তিনি শুনেছেন তবে এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।