ইলিশ প্রজনন এলাকায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা টোয়েন্টিফোর.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্স কমিটির জরুরি সভা

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্স কমিটির জরুরি সভা

আগামী ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন চাঁদপুরে মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্স কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য অধিদফতর চাঁদপুরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন জেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান।

তিনি বলেন, কোন ভাবেই জেলেদের নদীতে মাছ ধরতে নামতে দেওয়া হবে না। ১ অক্টোবর সকাল ১১ টায় নৌ-র‌্যালী হবে । চেয়ারম্যানদের ওপর যাতে মানুষ আস্থা রাখতে পারে সেদিকে নজর রাখতে হবে। ইলিশ উৎপাদন বৃদ্ধি করতে আমাদের যা করণীয় আমরা সেটাই করবো।

বিজ্ঞাপন

ওই সময় জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান উপস্থিত বিভিন্ন জনের মতামত শুনেন ও বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকির পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসেন, জেলা প্রাণী সম্পদ বিষয়ক কর্মকর্তা মোঃ বখতিয়ার উদ্দিন ও চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।