চিকিৎসা করাবেন বলে নিয়ে গিয়ে স্ত্রীকে হত্যা: স্বামীর মৃত্যুদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আফছার উদ্দিন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আফছার উদ্দিন। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নাটোরে গৃহবধূ সখিনা বেগম হত্যার দায়ে স্বামী আফছার উদ্দিনের (৪৭) বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ দণ্ড দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত আফছার উদ্দিন সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ১৬ আগস্ট আফছার উদ্দিন স্ত্রী সখিনাকে চিকিৎসা করানোর কথা বলে তাকে নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর ২৮ আগস্ট আফছার উদ্দিন বাড়িতে ফিরে এলে লোকজনের চাপের মুখে স্ত্রীকে হত্যা করেছেন বলে জানান। পরে নিহত সখিনার ভাই দেওয়ান আলী বাদী হয়ে আফছার উদ্দিনকে অভিযুক্ত করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ আফছার উদ্দিনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে।

জিজ্ঞাসাবাদে আফছার উদ্দিন স্বীকার করেন যে, স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে হত্যা করেছেন।

বিজ্ঞাপন

পরে তার দেয়া তথ্য অনুযায়ী শহরের অদূরে কৈগাড়ি কৃষ্টপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে সখিনার কঙ্কাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত আফছার উদ্দিনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।