বেনাপোলে হুন্ডির ১৪ লাখ টাকা ও মাদকসহ আটক ৬

  • আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক ৩টি অভিযানে হুন্ডির বাংলাদেশি ১৪ লাখ ২৫ হাজার টাকা, ১০ হাজার জাল টাকার নোট, ৫০ বোতল ফেনিসিডিল ও ৯০ গ্রাম গাঁজাসহ ৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) বিকালে বেনাপোল সীমান্তের পুটখালী ও বেনাপোল বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য টাকাসহ তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

তারা সবাই যশোরের ঝিকরগাছা বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তি ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে পুটখালী থেকে ৪ লাখ ৫০ হাজার টাকাসহ মালেক নামে এক পাচারকারীকে আটক করে। আরেকটি ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা অভিযানে ৯ লাখ ৭৫ হাজার বাংলাদেশি ও ৯ হাজার জাল টাকাসহ আমিনুর নামে এক পাচারকারীকে আটক করে। এছাড়া ৪৯ ব্যাটালিয়নের বিজিবির অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই নারী ও ৯০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করা হয়।

বিজ্ঞাপন

২১ ও ৪৯ ব্যাটালিয়নের বিজিবি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।