বাসচাপায় নারী পথচারী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

টাঙ্গাইলে বাসচাপায় কদ বানু (৫২) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সে‌প্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের তারটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কদ বানু (৫২) টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়া এলাকার রিয়াজ উদ্দিনের স্ত্রী। তিনি ভাতকুড়া শাখায় গ্রামীণ ব্যাংক নন রেজিস্ট্রারভুক্ত চতুর্থ শ্রেণির কর্মচারী পদে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

নিহতের ছেলে বাবলু মিয়া জানান, কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা জানান, দুপুরে কদ বানু কর্মস্থলে যাওয়ার পথে ওই এলাকায় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকাবাসী প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন