বগুড়ায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বগুড়ার গাবতলীতে মহসিন আলী (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে পুলিশ গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়ন পরিষদ সংলগ্ন উদখালি খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত মহসিন আলী মহিষাবান গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, মহসিন আলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন শ্যালো মেশিন ঘরে রাতে ঘুমাতেন। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে শ্যালো মেশিন ঘরে গেলেও সকাল ১০টা পর্যন্ত বাড়ি ফিরেন নি। পরিবারের লোকজন শ্যালো মেশিন ঘরে গিয়ে দেখেন সেখানে বিছানা তছনছ করা। আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে ইউনিয়ন পরিষদ সংলগ্ন উদখালি খালের পাড়ে তার মরদেহ দেখতে পাওয়া যায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত মহসিন আলীর প্রতিবেশীরা জানান, মহসিন আলী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। জমিজমা নিয়ে তার পরিবারের মধ্যে বিরোধ ছিল।

বিজ্ঞাপন

গাবতলী থানার বাগবাড়ি পুলিশ পরিদর্শক মুসা মিয়া বার্তা টোয়েন্টিফোর.কমকে বলেন, "নিহতের চোখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা রাতের যেকোনো সময় মহসিনকে হত্যা করে মরদেহ খালের পাড়ে ফেলে গেছে।"