চায়ের দাম নিয়ে খদ্দেরকে দোকানির মারধর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে ভর্তি আহত কালাম হোসেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

হাসপাতালে ভর্তি আহত কালাম হোসেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দাম পরিশোধ নিয়ে সামান্য বাকবিতণ্ডার জেরে খদ্দেরকে মারধরের অভিযোগ উঠেছে দোকানির বিরুদ্ধে। বর্তমানে ওই খদ্দেরকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার (২৭সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সকালে আবুলের চা স্টলে চা পান করে ভুলে চায়ের দাম পরিশোধ না করেই চলে যেতে উদ্যত হন কালাম হোসেন। এ সময় আবুলের ছেলে ইউসুফ একটু রুঢ় ভাষায় চায়ের দাম দিতে বললে ক্ষিপ্ত হন কালাম। ভালোভাবে না চাইলে কালাম চায়ের দাম পরিশোধ করবেন না জানালে তার ওপর চড়াও হন ইউসুফ।

ছেলের সঙ্গে যোগ দিয়ে কালামকে চুলার জ্বালানী শুকনো খড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে লাগলে স্থানীয়রা কালামকে উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কালাম সেখানে ভর্তি আছেন।

বিজ্ঞাপন
হাসপাতালে ভর্তি আহত কালাম হোসেন

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাসেল আহমেদ জানান, মাথা ও চোখের ওপরে কিছুটা দূরে আঘাত লাগলেও কালাম বর্তমানে শঙ্কামুক্ত।

বাগাতিপাড়া মডেল থানার ডিউটি অফিসার আবদুল আউয়াল জানান, তিনি লোকমুখে পুরো ঘটনাটি শুনেছেন তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।