স্বাস্থ্যসেবা এখন মানুষের দোরগোড়ায়: খালিদ মাহমুদ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, দিনাজপুর
  • |
  • Font increase
  • Font Decrease

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

স্বাস্থ্যসেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেছেন, ‘বাংলাদেশের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের এসডিজি বাস্তবায়নে যে কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করে সাফল্য দেখিয়েছেন, এতে আমরা গর্বিত।’

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিস কাম স্টোর ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনে আমাদের প্রধানমন্ত্রী গোটা বিশ্বকে তাক লাগিয়ে ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। যিনি ১৬ কোটি মানুষের শ্বাস-প্রশ্বাসের কথা অনুভব করেন। বাংলাদেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণ হবে।’

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন- বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, সেতাবগঞ্জ পৌর মেয়র আব্দুস সবুর, উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায়, মো. জাকিরুল ইসলাম প্রমুখ।