হাজীগঞ্জে ৬০ জেলে পেল সেলাই মেশিন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ই-সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম এই সেলাই মেশিনগুলো বিতরণ করেন।
বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের বিকল্প আয়বর্ধনমূলক কর্মসূচির অংশ হিসেবে ৬০জন জেলের মাঝে উন্নত মানের ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ করা হয়। এ নিয়ে উপজেলায় ১৪শ জেলের মাঝে বিকল্প আয়বর্ধনমূলক বিভিন্ন উপকরণ (সেলাই মেশিন, ছাগল ইত্যাদি) বিতরণ করা হলো।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শামছুল আলম পাটওয়ারীর পরিচালনায় ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহমুদ মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভিন মিলি, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন।