বহু লোক দলের ছত্রছায়ায় অপকর্ম করে: মেয়র আইভী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন মেয়র আইভী, ছবি: সংগৃহীত

বক্তব্য রাখছেন মেয়র আইভী, ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘দল ক্ষমতায় এলে বহু লোকজন দলের ছত্রছায়ায় প্রশাসনের সহযোগিতায় অনেক অপকর্ম করে থাকে। আমরা চাই দলের যে কোনো পর্যায়ের ব্যক্তি যদি কোনো অপকর্মে জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।’

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওভোগ হোসাইনিয়া মমতাজিয়া চুনকা আলিয়া মাদরাসা প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগ কর্তৃক মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

নাসিক মেয়র বলেন, 'বাংলাদেশকে একসময় তলাবিহীন ঝুড়ি বলা হতো। আজকে সেই দেশটি কিন্তু অপার সম্ভাবনার একটি দেশ বাংলাদেশে পরিণত হয়েছে। আর সেই নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা। যাকে রাষ্ট্র নায়ক ও দেশরত্ন বলা হয়। প্রতি বছর তার অসামান্য কাজের জন্য জাতিসংঘ থেকে পুরস্কার নিয়ে আসেন। এটা আমাদের সকলের অ্যাচিভমেন্ট। সুতরাং আমরা এমন কোনো কর্মকাণ্ড করব না যা প্রধানমন্ত্রীর চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করে।’

এ সময় তিনি আরও বলেন, ‘উনি এই দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছেন। এমন কোনো জেলা নাই যে জেলায় কাজ হচ্ছে না। কোনো ধরনের ষড়যন্ত্রই যেন মাননীয় প্রধানমন্ত্রীকে রুখে দাঁড়াতে না পারে। আমাদেরকে সেই কাজটিই করতে হবে এবং এই কাজগুলো করবেই কিন্তু ছাত্র সমাজ, ছাত্রলীগ, যুবলীগ।’

বিজ্ঞাপন

দোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আধি নাথ বসু, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নিজামুদ্দিন আহাম্মেদ প্রমুখ।