কোম্পানীগঞ্জে দুটি হোমিও দোকান সিলগালা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে দুটি হোমিও দোকানকে সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এবং লাইসেন্স না থাকায় দোকানগুলো সিলগালা করা হয়। এসময়, মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় নিত্যনন্দ্য ফার্মেসিকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বসুরহাট বাজারে কোম্পানীগঞ্জ উপজেলা ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন অভিযানটি পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় এবং লাইসেন্স না থাকায় ন্যাশনাল হোমিও হল কে ২০ হাজার টাকার জরিমানা ও জিয়া হোমিও হলকে ৩০ হাজার টাকা অর্থ দণ্ডাদেশ দেয়া হয়েছে। এবং হোমিও ওষুধ দোকানগুলোকে তাৎক্ষণিক সিলগালা করা হয়েছে।

বিজ্ঞাপন