শেরপুরে পাচারকালে ৫৫ বস্তা চাল আটক

  • ডিস্ট্রিক্ট করেসপডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, শেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া চাল, ছবি: সংগৃহীত

আটক হওয়া চাল, ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে পাচারকালে হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের ৫৫ বস্তা চাল আটক করা হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া বাজারে স্থানীয় জনতা ওই চাল আটক করে। তবে ওই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাংশা ইউনিয়নের ১০ টাকা কেজি দরের চাল ডিলার আলম মিয়া সকল কার্ডধারীদের মাঝে চাল বিতরণ না করে নানা অজুহাতে দীর্ঘদিন ধরে চাল উদ্বৃত্ত করে তা কালো বাজারে বিক্রি করে আসছেন। একই পদ্ধতিতে রোববার দুপুরে ৫৫ বস্তা চাল পাচারকালে স্থানীয় লোকজন তা আটক করে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শনে যান। ওই সময় তিনি আটককৃত চাল স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মিস্টারের জিম্মায় রাখার নির্দেশ দেন। সেইসাথে বিষয়টি তদন্তের জন্য উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, কাংশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম, ডিলার আলম মিয়াসহ ওই ইউনিয়নের সকল সদস্যদের জরুরি তলব করেন।

বিজ্ঞাপন

তবে ডিলার আলম দাবি করেন, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চাল বিতরণের সময় রয়েছে। বাদ পড়া কার্ডধারীদের মাঝে ওই সব চাল বিতরণ করা হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।