ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি, আহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

নোয়াখালীর বেগমগঞ্জে ইউপি চেয়ারম্যান মো. আনিসুর রহমানকে লক্ষ্য করে গুলি ছুড়ছে দুর্বৃত্তরা। চেয়ারম্যানকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় আরো অন্তত ১০ জন আহত হন।

গুলিবিদ্ধরা হলেন—সুলতানপুর গ্রামের ব্যবসায়ী মো. ইব্রাহীম (২০), সুলতানপুর গ্রামের মমিন উল্যাহ (৫৫), কামাল হোসেন (২২)।

বিজ্ঞাপন

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার আলাইয়াপুরের রমনির হাট বাজারের রহিমের চায়ের দোকানে এ ঘটনার সূত্রপাত হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় দুই গ্রুপের মধ্যে প্রকাশ্যে অস্ত্রের মহড়া চলে আসছিল। এরই জের ধরে রোববার রাতে রমনির হাট বাজারের রহিমের চায়ের দোকানে ৪নং আলাইপুর ইউনিয়নের চেয়ারম্যানকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি ছোড়ে। চেয়ারম্যান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও একজন ব্যবসায়ীসহ আরও ২ জন গুলিবিদ্ধ হন।

বিজ্ঞাপন

চেয়ারম্যান আনিসুর রহমান অভিযোগ করে জানান, কবির হোসেনের যোগসাজশে সজিব, সাকিব, সাইফুল, রায়হান, জসিম, সজিব, মান্নান, শাকিল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং হামলার ঘটনা ঘটায়। মাদক কারবারিদের বিরোধিতা এবং মাদকসেবীদের ধরিয়ে দেওয়ার জের ধরে তার ওপর এ হামলা হয় বলে দাবি করেন চেয়ারম্যান।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশীদ বলেন, পূর্ব শত্রুতার জের ধরে চেয়ারম্যানের প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ হামলাকারীদের গ্রেফতার করতে চেষ্টা চালাচ্ছে।

সংঘর্ষের খবর পেয়ে বেগমগঞ্জ সার্কেল এএসপি শাহজাহান শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।