শেরপুরে বাসচাপায় নিহত ১, আহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, শেরপুর
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

শেরপুরের ঝিনাইগাতী‌তে বা‌সচাপায় হেদায়েতুল ইসলাম হেদা (৩৫) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আ‌রও তিনজন।

রোববার (২৯ সে‌প্টেম্বর) দিবাগত রা‌তে উপ‌জেলার দেবোত্তরপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হেদা মালিঝিকান্দা ইউনিয়নের দক্ষিণ হাসলিগাঁও এলাকার মৃত শামসুল হকের ছেলে। আহতরা হ‌লেন— শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি এলাকার গোলাম মোস্তফা ও আমির ও অজ্ঞাত একজন।

পু‌লিশ জানায়, রোববার রাত ৮টার দিকে নালিতাবাড়ী উপজেলা থেকে শেরপুরগামী একটি বাস ঝিনাইগাতী উপজেলার দেবোত্তরপাড়া এলাকায় পৌঁছে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা যাত্রীরা ছিটকে পড়েন।

এ সময় হেদায়েতুল ইসলাম বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। প‌রে আশপাশের লোকজন ঘটনাস্থল থে‌কে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও পলাতক রয়েছেন চালক।