বসতবা‌ড়ি সরা‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী‌র ভাঙ‌নের হাত থে‌কে রক্ষার জন্য বসতবা‌ড়ি সরা‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্টে লাল খাঁ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ৯টার দি‌কে উপ‌জেলার তারাই গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। এ ঘটনায় আহত হ‌য়েছেন আরও ৩ জন। এদের মধ্যে দুইজ‌নের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চি‌কিৎসার জন্য টাঙ্গাইল মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে‌।

বিজ্ঞাপন

মৃত লাল খাঁ উপ‌জেলার অর্জুনা ইউনিয়নের তারাই গ্রা‌মের কুরবান খানের ছে‌লে। আহতরা হ‌লেন- একই গ্রা‌মের কালু খাঁর ছে‌লে সুলতান (৩৫), নিশান আলী খা‌নের ছে‌লে কালু ও অজ্ঞাত আরও একজন।

উপ‌জেলার অর্জুনা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা জানান, উপ‌জেলার তারাই গ্রা‌মে হঠাৎ ক‌রে যমুনা নদী‌তে ভাঙন শুরু হ‌য়। এতে যমুনার হাত থে‌কে বসতঘর রক্ষার জন্য ঘ‌রের চাল সরা‌তে গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্টে লাল খাঁ নিহত হ‌ন। এতে আহত হন আরও ৩ জন।

তি‌নি আরও জানান, যমুনা নদীর ভাঙ‌নে সম্প্রতি শতা‌ধিক বা‌ড়ি-ঘর নদী‌তে বিল‌ীন হ‌য়ে গে‌ছে।

বিজ্ঞাপন