চাঁপাইনবাবগঞ্জে পদ্মা-মহানন্দা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে উভয় নদীর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার (২ অক্টোবর) নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সদর ও শিবগঞ্জ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বাড়ি ঘরে পানি ঢুকে পড়ছে। চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার প্রায় ১২ ইউনিয়ন প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে ১১ সেন্টিমিটার ও মহানন্দা নদীতে ১২ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার (২ অক্টোবর) সকালে পদ্মা নদীর পানি বিপদ সীমার ৩০ সেন্টিমিটার ও মহানন্দার পানি ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।