দুর্গাপূজায় বাংলাবান্ধা স্থলবন্দরে ৮দিন আমদানি-রফতানি বন্ধ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পঞ্চগড়
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের চতুর্থ দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় আমদানি-রফতানি ৮ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছে পঞ্চগড় আমদানি-রফতানিকারক এ্যাসোসিয়েশন। তবে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

বুধবার (২ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা আমদানি-রফতানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বার্তাটোয়েন্টিফোর.কম-কে এ তথ্যটি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

এ সময় পঞ্চগড় জেলা আমদানি-রফতানিকারক এ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, নর্থ বেঙ্গল এক্সপোর্ট এ্যাসোসিয়েশনের সঙ্গে পশ্চিমবঙ্গ ভারতের আলোচনার ভিত্তিতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দরে দিয়ে উভয় দেশের মধ্যে আগামী ৪ থেকে ১১ অক্টোবর মোট ৮ দিন বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে এবং ১২ অক্টোবর থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হবে।