মানবাধিকার সমুন্নত রাখার লক্ষে এগিয়ে যাচ্ছি: নাছিমা বেগম

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম

আমরা যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি তা হল বাংলাদেশের মানবাধিকার সমুন্নত রাখা। বহিঃবিশ্বে বাংলাদেশের যে অবস্থান আছে তাতে জাতিগতভাবে আমরা মানবাধিকার রক্ষায় কাজ করব এবং দেশকে উজ্জ্বলতর অবস্থায় নিয়ে যেতে পারবো।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর ২টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান নাছিমা বেগম এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, মানবাধিকার রক্ষার আমরা পুরানো কমিশনের সাথে মতবিনিময় করেছি। তারা যে লক্ষ্য নিয়ে কাজ করেছেন, যেভাবে তারা এগিয়েছিলেন সেই ধারাবাহিকতা আরো বেগবান করা হবে। আগামী ৭ সেপ্টেম্বর আমাদের প্রথম সভা হবে, সেখানে কমিশনের কাজগুলো কিভাবে সম্পাদন করা হবে তার নীতি নির্ধারন ঠিক করা হবে।

এর আগে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় মানবাধিকার কমিশনের সদস্যবৃন্দ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন