১৮৯ ট্রাক ভারতীয় পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে

  • ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁপাইনবাবগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

সোনামসজিদ বন্দরে ১৮৯ ট্রাক ভারতীয় পেঁয়াজ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

সোনামসজিদ বন্দরে ১৮৯ ট্রাক ভারতীয় পেঁয়াজ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ভারত সরকার পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর মহদিপুর স্থলবন্দরে আটকে পড়া ট্রাক আসতে শুরু করেছে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুর ১২ টার পর থেকে ভারতীয় পেঁয়াজ ভর্তি ট্রাক আসা শুরু হয়। এদিন সন্ধ্যা পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দরে ১৮৯ ট্রাক পেঁয়াজ ঢুকেছে।

বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত ভারতীয় ১৮৯ ট্রাক পেঁয়াজ নিয়ে প্রবেশ করেছে স্থলবন্দরে। সারাদিনে ২০০ পেঁয়াজের ট্রাক পাঠানোর কথা ছিল ভারতীয় সিঅ্যান্ডএফ এজেন্টদের। ভারতের মহদিপুরে দুর্গাপূজার সরকারি ছুটি শুরু হলেও বিশেষ ব্যবস্থায় পাঠানো হচ্ছে পেঁয়াজ।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক মো. মেসবাহুল হক জানান, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করার পরপরই বন্ধ হয়ে যায় পেঁয়াজ আসা। এতে ভারতের মহদিপুর স্থলবন্দরে কয়েক শ’ পেঁয়াজভর্তি ট্রাক আটকা পড়ে। কয়েকদিন অপেক্ষমাণ থাকার কারণে এসব পেঁয়াজে পচন ধরা শুরু হয়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার থেকে সে সব পেঁয়াজ আসা শুরু হয়েছে।

তিনি আরও জানান, সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত পেঁয়াজের এলসি করা সব ট্রাক চলতি মাসের ২৮ তারিখের মধ্যে বাংলাদেশে পাঠানোর কথা জানিয়েছে ভারতীয় রফতানি কারকরা।

বিজ্ঞাপন