ভোট দিতে মানা, তবুও কেন্দ্রে এসেছি
'বাড়ি থাকি ভোট কেন্দ্রোত আইসপার মানা করছে। তাও আসনু বাহে। ভোট না দিয়্যা বাড়িত থাকি লাভ কি? সারা জীবন ভোট দিনু। এটা তো মোর গণতান্ত্রিক অধিকার।' এভাবেই কথাগুলো বলছিলেন আব্দুল জলিল।
বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ আব্দুল জলিল রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় বার্তাটোয়েন্টিফোর.কমকে এসব কথা বলেন।
নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকার ভোটার আব্দুল জলিল বলেন, 'বাবা মোর বাড়ির কায়ো ভোট দিবার আইসে নাই। ভালো প্রার্থী নাই। ভোট দিয়্যা উন্নয়ন হয় না। এই জন্যে মোকও ভোট দিবার মানা করছে। তারপরও মুই ভোট দিনু। এটা তো মোর অধিকার।'
ইভিএম এ ভোট দেওয়া প্রসঙ্গে আব্দুল জলিল মিয়া বলেন, 'কাগজের ভোট (ব্যালেট পেপার) তো নষ্ট হয়। এটাতে সেই সুযোগ নাই। মুই ভাল করি বুজিয়্যা দুই বোতামোত টিপ দিয়্যা ভোট দিচু। এটা খুব ভালো সিস্টেম।'
আব্দুল জলিলের মত আরেক ভোটার জোবেদ আলী। তিনি লাঠিতে ভর করে নগরীর আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আসেন। বার্তাটোয়েন্টিফোর.কমকে বৃদ্ধ এই ভোটার বলেন, 'মুই তো বোতাম টিপি ভোট দিনু। এ্যালা আল্লায় জানে মোর ভোট কোটে গেইল।'
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা সভাপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে শুন্য রংপুর-৩ আসনে আজ উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। এই নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীসহ ছয় জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।