গোপালগঞ্জে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

গোপালগঞ্জে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মেরাজ শেখের দুই মেয়ে মেহেরজান আক্তার (৫) ও মারিয়া আক্তার (৩) এবং পার্শ্ববর্তী তপারকান্দি গ্রামের নুর আলমের মেয়ে ঝর্না আক্তার (৩)। ঝর্না নিহত দুই শিশুর ফুফাতো বোন।

বিজ্ঞাপন

রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকালে পুকুর পাড়ে ওই তিন শিশু খেলতে যায় । পরে তাদের কোনো খোঁজ না পেয়ে বাড়ির পাশের পুকুরে নেমে খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে সকাল ৯টার দিকে ওই তিন শিশুকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালে আনার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন