ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দশম শ্রেণির ছাত্র নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আপেল হোসেন (১৫) নামের এক ছাত্র নিহত হয়েছে।

নিহত ছাত্র ফুলবাড়ী উপজেলার নন্দিরকুটি গ্রামের ‘ছ’মিল শ্রমিক শহিদুল ইসলামের ছেলে এবং ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

বিজ্ঞাপন

সোমবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা সদরের ব্র্যাক মোড়ের পানিমাছকুটি কাশিয়াবাড়ি মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বালু ভর্তি একটি ট্রাক্টর ও বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুতগামী ফাঁকা ট্রাক্টর একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাক্টরের ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে ওই ছাত্রের বুকে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা মরদেহ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে আসেন। পরে ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা ঘটনাস্থল ও নিহতের বাড়ি গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

বিজ্ঞাপন

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাক্টর দুইটি আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।