নোয়াখালীতে আ'লীগের তিন নেতাকে বহিষ্কার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নোয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

বসুরহাট পৌরসভার বহিষ্কৃত তিন আওয়ামী লীগ নেতা, ছবি: সংগৃৃহীত

বসুরহাট পৌরসভার বহিষ্কৃত তিন আওয়ামী লীগ নেতা, ছবি: সংগৃৃহীত

দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ নানান অনিয়মের কারণে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের এক যৌথ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বসুরহাট পৌরসভা আ'লীগের সভাপতি মোহাম্মদ রেয়াজুল হক লিটন, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, বসুরহাট পৌরসভা আ'লীগের সিদ্ধান্ত মোতাবেক দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গসহ নানান অনিয়মের কারণে বসুরহাট পৌরসভা আ'লীগের তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি এবং দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ড আ'লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক ও বসুরহাট পৌরসভা ৫নং ওয়ার্ড আ'লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (মাছ কামাল), বসুরহাট পৌরসভা আ'লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক সবুজ।

বিজ্ঞাপন