রায় চৌধুরী বাড়ির পূজা মণ্ডপে ভিন্ন মাত্রা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

পূজা মণ্ডপে বঙ্গবন্ধুর সহ ঐতিহাসিক ছবি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

পূজা মণ্ডপে বঙ্গবন্ধুর সহ ঐতিহাসিক ছবি, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

এবছর গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর রায় চেীধুরী বাড়ির পূজা মণ্ডপে দুর্গা পূজায় ভিন্ন মাত্রা যোগ করা হয়েছে। কারণ মণ্ডপের পাশেই বিশাল বড় প্যান্ডেলে রাখা হয়েছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানসহ বিভিন্ন সময়ের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার বড় বড় ছবি। আর উপরে লেখা রয়েছে 'ধর্ম যার যার, উৎসব সবার'।

আর এই ছবির গ্যালারি ও পূজা মণ্ডপ দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন শত শত দর্শনার্থী আসছেন। সাথে দুর্গা প্রতিমাও দেখছেন তারা।

বিজ্ঞাপন

রায় বাড়ির বড় ছেলে মৃণাল কান্তি রায় চৌধুরী পপা বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'যার যার ধর্ম সে সে পালন করবে, কিন্তু উৎসব সবার জন্য। এজন্য আমি সব ধর্মের উপাসনালয়ের বিখ্যাত সব ছবি সংগ্রহ করেছি এবং সেই সঙ্গে জাতির পিতার অসংখ্য দুর্লভ ছবির গ্যালারি করেছি। যাতে পূজা মণ্ডপ দেখতে এসে দর্শনার্থীরা ভিন্ন অভিজ্ঞতা লাভ করতে পারেন।'